Magic Lanthon

               

ম্যাজিক লণ্ঠন ডেস্ক

প্রকাশিত ১০ অক্টোবর ২০২২ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

চলচ্চিত্র সমালোচক ও দর্শকদের মধ্যে মতানৈক্য কেনো?

ম্যাজিক লণ্ঠন ডেস্ক


বলিউডের একটি মজার বিষয় হলো চলচ্চিত্র সমালোচকরা যেসব চলচ্চিত্রের প্রশংসা করেন সেসব সাধারণ মানুষ বা দর্শকদের পছন্দ হয় না। আবার যেসব চলচ্চিত্র অনেক বেশি সমালোচনার শিকার হয় সেগুলো দারুণ ব্যবসা করে।

'রাউডি রাঠোর' চলচ্চিত্রের কথাই ধরুন। এতে অক্ষয় কুমারের মতো বড় অভিনয়শিল্পী রয়েছেন। দক্ষিণী চলচ্চিত্রের রিমেক হবার কারণে চলচ্চিত্র সমালোচকরা এটিকে 'ননসেন্স' ফিল্ম বলে উড়িয়ে দিলেও এটি কোটিরও বেশি রুপি আয় করেছে।  আবার অক্ষয় কুমারের ‘স্পেশাল ২৬’ সমালোচকরা পছন্দ করলেও জনসাধারণ খুব একটা পছন্দ করেননি।

তবে এটাও ঠিক যে ‘স্পেশাল ২৬’ ভালো ব্যবসা করলেও ‘রাউডি রাঠোর’-এর মতো আয় করতে পারেনি।

আপনি যদি বিগত কয়েক বছরের সবচেয়ে বড়ো ও ব্যবসা সফল চলচ্চিত্রের দিকে তাকান, তবে সেগুলির কোনওটিই সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়নি!

‘রেডি’, ‘বডিগার্ড’, ‘দাবাং টু’, ‘হাউসফুল’ এবং ‘এক থা টাইগার’ সবগুলোই ১০০ কোটিরও বেশি আয় করেছে কিন্তু এই চলচ্চিত্রগুলো বেশিরভাগই চলচ্চিত্র সমালোচকদের দ্বারা সমালোচিত হয়েছে।

অন্যদিকে, সমালোচকদের দ্বারা প্রশংসিত হলেও 'সাংহাই', 'ফেরারি কি সাওয়ারি' কিংবা 'মিত্রো কি বিজলি কা মন দোলা' ইত্যাদির মতো চলচ্চিত্র থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে।  এমন চলচ্চিত্রের অভাবও নেই।

সমালোচক ও দর্শকের এই মতদ্বন্দ্ব নিয়ে চলচ্চিত্র সমালোচক নিমরতা যোশী মনে করেন, দর্শকের মন পড়া সমালোচকদের দায়িত্ব নয়। দর্শকরা তার সাথে একমত হবেন কি না, তার যোগ্যতার ভিত্তিতে তিনি চলচ্চিত্রকে বিচার করেন।

 ‘১০০ কোটির ক্লাব' নিয়ে অভিনয়শিল্পী অক্ষয় কুমার বলেন, ‘একটি চলচ্চিত্রের সাফল্যের মাপকাঠি ১০০ কোটি হতে পারে না। যদি একটি চলচ্চিত্র এই সংখ্যাটি স্পর্শ না করে, আপনি কি এটিকে সম্পূর্ণ ব্যর্থতা বলবেন?’

তবে চলচ্চিত্র অভিনয়শিল্পী অনুপম জোশীও এসব কথিত ‘শত কোটি ক্লাব’-এর ধারণার সঙ্গে একমত নন। তিনি বলেন, ‘যখন একজন শিল্পী এই পৃথিবী ছেড়ে চলে যান, তখন তাকে একশো কোটি আয় করা চলচ্চিত্রের কথা বলে স্মরণ করা হয় না, কেবল সেই চলচ্চিত্রগুলির কথা বলা হবে যা মানুষকে কাঁদিয়েছে"।

‘বডিগার্ড’, ‘এক থা টাইগার’ এবং ‘দাবাং টু’ -এর মতো রেকর্ডধারী চলচ্চিত্রের অভিনয়শিল্পী সালমান খানও মনে করেন, চলচ্চিত্রের উপার্জনকে খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয়।

সালমান খানের মতে, ‘আমাদের জীবনে এমন একটি সময় আসবে যখন চলচ্চিত্রগুলি চারশো কোটি আয় করতে শুরু করবে।’

 

সূত্র : বিবিসি উর্দু, অনুবাদ ইব্রাহীম খলিল

এ সম্পর্কিত আরও পড়ুন