Magic Lanthon

               

Md. Atiqur Rahman

প্রকাশিত ২৯ আগস্ট ২০২২ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

টলিউড

তামিল ছবির ট্রেলারে চমকে দিয়ে হাজির হলেন ভারতের সাবেক ক্রিকেটার

Md. Atiqur Rahman

ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। বাঁহাতি এ পেসারের সুইংয়ে নাস্তানাবুদ হতেন ব্যাটসম্যানরা। ছিলেন ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলের সদস্যও। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কম যেতেন না তিনি। সেই ইরফান পাঠান খেলা ছেড়েছেন বেশ কয়েক বছর আগে। খেলা ছাড়ার পর যে সিনেমা–দুনিয়ায় নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন, সে খবর পুরোনো। নতুন খবর—ইরফানের প্রথম ছবি ‘কোবরা’র ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে ইন্টারপোল অফিসার হিসেবে সবাইকে চমকে দিলেন সাবেক ভারতীয় পেসার। ট্রেলারে বেশ কয়েকবার দেখা গেছে তাঁকে। বোঝা যাচ্ছে, ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। দু-একটি দৃশ্যে তো অ্যাকশন করতেও দেখা গেছে। ইরফান খান ইরফান খানছবি : সংগৃহীত ট্রেলার মুক্তির পর থেকেই ইরফান ভাসছেন প্রশংসার বন্যায়। সাধারণ দর্শক, ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটারদের অনেকেই অভিনন্দন জানাচ্ছেন ইরফান পাঠানকে। কেউ বলছেন, ‘এই না হলে অলরাউন্ডার।’ আরেক ভক্ত বলেছেন, ‘বাইশ গজে যেমন সেরা ছিলেন, পর্দাতেও তেমন ফাটিয়ে দেবেন।’ ‘কোবরা’র একটি দৃশ্য ‘কোবরা’র একটি দৃশ্যছবি : সংগৃহীত ইরফানের সাবেক সতীর্থ সুরেশ রায়না লিখেছেন, ‘ট্রেলারই বোঝা যাচ্ছে, দারুণ অ্যাকশন ছবি। দেখার অপেক্ষায় আছি।’ দীপক হুডা টুইটারে লিখেছেন, ‘একবার ইরফান বলেছিলেন, আমি অলরাউন্ডার, সব করি। ট্রেলারে সে প্রমাণই পাওয়া গেল।’ ২০১৯ সালে এ ছবির ঘোষণা আসে। সে বছরের অক্টোবরে শুরু হয় শুটিং। কিন্তু কোভিড বাধায় বারবার পিছিয়েছে কাজ। ফলে ২০২০ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও সম্ভব হয়নি। চেন্নাই ছাড়াও ছবিটির শুটিং হয়েছে ভারতের কলকাতা, কেরালায়। এ ছাড়া কিছু দৃশ্যে শুটিং হয়েছে রাশিয়ায়। ‘কোবরা’র একটি দৃশ্য ‘কোবরা’র একটি দৃশ্যছবি : সংগৃহীত আর অজয় গনানামুথু পরিচালিত অ্যাকশন থ্রিলার ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা বিক্রম। ছবিতে তাঁর নায়িকা সৃনিধি শেঠি। তারকাবহুল ছবিতে আরও আছেন মালয়ালম অভিনেতা রোশান ম্যাথু। ছবির সংগীত পরিচালক এ আর রহমান। ৩১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

এ সম্পর্কিত আরও পড়ুন