Magic Lanthon

               

Md. Atiqur Rahman

প্রকাশিত ২৯ আগস্ট ২০২২ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

টলিউড

আবারও রহস্যের জালে বন্দী করতে হাজির হচ্ছেন এই দক্ষিণি তারকা

Md. Atiqur Rahman

২০১৩ সালে ভারতে সেভাবে ওটিটির উত্থান হয়নি। তবে মালয়ালম ছবি ‘দৃশ্যম’-এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে সেটা কোনো বাধা হয়নি। জীতু যোসেফের ছবিটি বক্স অফিসের সুপারহিট হয়, পাশাপাশি সমালোচকদেরও ব্যাপক প্রশংসা পায়। হিন্দি, কন্নড়সহ চারটি ভারতীয় ভাষার সঙ্গে ছবিটি রিমেক হয় সিংহলি, চীনা ও ইন্দোনেশিয়ান ভাষায়। গত বছর মুক্তি পায় ছবিটির বহুল প্রতীক্ষিত সিকুয়েল। প্রথমটির মতো ‘দৃশ্যম টু’-ও সমানভাবে সাড়া ফেলে। এর মধ্যেই ছবিটির কন্নড়, তেলেগু ও হিন্দি রিমেকের কাজ শুরু হয়েছে। ‘দৃশ্যম টু’র একটি দৃশ্য ‘দৃশ্যম টু’র একটি দৃশ্যছবি : সংগৃহীত প্রথমটির মতো দ্বিতীয় কিস্তিতেও জর্জ কুট্টি চরিত্রে মাত করেছেন মালয়ালম তারকা মোহনলান। গত বছর ‘দৃশ্যম টু’ মুক্তির পর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল তৃতীয় কিস্তির। অবশেষে এল সেই প্রতীক্ষিত ঘোষণা। গত শনিবার প্রযোজক অ্যান্টনি পেরুমবাবু একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘দৃশ্যম থ্রি’র ঘোষণা দেন। এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে টুইট করেন, ‘সেই ক্ল্যাসিক্যাল অপরাধী আবার ফিরছে।’ ‘দৃশ্যম টু’র একটি দৃশ্য ‘দৃশ্যম টু’র একটি দৃশ্যছবি : সংগৃহীত তৃতীয় কিস্তির ঘোষণা দিলেও ছবিটি কবে মুক্তি পাবে, তা নিয়ে ধারণা দেননি প্রযোজক। এদিকে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ‘দৃশ্যম টু’র হিন্দি রিমেক। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুম্বাইতে শুরু হয় ছবিটির শুটিং। শেষ হয় জুনে। মুম্বাই ছাড়াও ছবিটির শুটিং হয়েছে হায়দরাবাদ ও গোয়ায়। ‘দৃশ্যম টু’র একটি দৃশ্য ‘দৃশ্যম টু’র একটি দৃশ্যছবি : সংগৃহীত প্রথমটির মতো এই কিস্তিতেও বিজয় সালগাওকারের চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে, পুলিশ অফিসার মীরা দেশমুখের চরিত্রে টাবুকে। এ ছাড়া বিজয়ের স্ত্রী নন্দীনির চরিত্রে অভিনয় করেছেন শ্রিয়া সরণ। এবারের কিস্তিতে নতুন সংযোজন অক্ষয় খান্না। চলতি বছরের ১৮ নভেম্বর মুক্তি পাবে ‘দৃশ্যম টু’র হিন্দি রিমেক।

এ সম্পর্কিত আরও পড়ুন